বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Led05বন্দর

বন্দরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ১৬ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, মৃত কিশোরী মানসিক ভারসাম্যহীন ছিল।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার নিজ ঘর থেকে সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।

নিহত কিশোরীর নাম নাহিদা আক্তার তানিশা। সে ওই এলাকার নাসির উদ্দিন মিয়ার মেয়ে।

এ ঘটনায় কিশোরীর মা পারভীন বেগম বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মামলা নং- ৪ তাং-২৪-৭-২৩।

মামলার আবেদনে পারভীন বেগম দাবি করেন, নাহিদা আক্তার তানিশা র্দীঘ দিন ধরে মানসিক ভাবে অসুস্থ। গত রোববার দুপুর দেড়টায় অপমৃত্যু মামলার বাদিনী মেয়ে নাহিদা আক্তার তানিশা গোসল শেষে তার নিজ শয়ন কক্ষে যায়। দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে যে কোন সময়ে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। পরে ওই দিন দুপুর আড়াইটায় সময় বাদিনী তার মেয়েকে খাবার খাওয়ার ডাকাডাকি করতি গেলে কোন সাড়া শব্দ না পেয়ে তার শয়ন কক্ষে প্রবেশ করে দেখতে পান ঝুলন্ত লাশ।

স্থানীয় এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানার এসআই রোকনুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, আত্মহননকারি যুবতী লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email