বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরে কিশোরীর আত্মহত্যার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নিহত কিশোরীর নাম শারমিন আক্তার (১৭)। সে বন্দর উপজেলার ২১ নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বন্দর ২১ নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতের মা রহিমা বেগম জানান, গত ৮ ফেব্রুয়ারি হোসিয়ারী কারখানা থেকে কাজ শেষ করে রাতে বাসায় ফিরি। পরে ঘরে দরজা লাগানো দেখে অনেকক্ষন দরজা খোলার চেষ্টা চালাই। প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজা খুলে মেয়েকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে পুলিশকে জানালে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিশোরী শারমিনের লাশ উদ্ধার করে সুরতহাল করার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

RSS
Follow by Email