বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বন্দর

বন্দরে ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো- বন্দর উপজেলার মদনপুর পশ্চিমপাড়া এলাকার মৃত বশির উদ্দিন মাষ্টারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোস্তফা (৪৮) বন্দর রুপালী আবাসিক এলাকার দিলু মিয়ার ছেলে শুভ (২৭) মুছাপুর ইউনিয়নের বাঙ্গালবাড়ী এলাকার জালাল বেপারী ছেলে সিআর ওয়ারেন্টভূক্ত আসামী আফজাল হোসেন (৪৫) ও মদনপুর লাউসার এলাকার আবুল কালাম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রফিকুল ইসলাম (৩২)।

গ্রেপ্তারকৃতদের রোববার (১৫ অক্টোবর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

RSS
Follow by Email