সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
বন্দর

বন্দরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে কদম রসুল মাজার জিয়ারত করতে এসে অজ্ঞাত নামা (৪৬) বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বন্দর থানা পুলিশ রোববার (১০ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ২৪নং ওয়ার্ডের কদম রসুল দরগা জামে মসজিদের বারান্দা থেকে ওই মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এর আগে গত শনিবার (৯ ডিসেম্বর) রাতে যেকোন সময়ে উল্লেখিত মাজারে অজ্ঞাত নামা ব্যক্তিটি মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, শনিবার রাতে অজ্ঞাত নামা এক ব্যক্তি কদম রসুল দরগা মাজার জিয়ারতে আসেন। পরে রাতে যে কোন সময়ে অজ্ঞাত কারণে তিনি মৃত্যু বরণ করেন। রোববার সকালে স্থানীয় মুসল্লীসহ মাজার কমিটি লোকজন লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার এসআই মোহাম্মদ সাহিদুল ইসলাম মোল্লা জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

RSS
Follow by Email