বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
জেলাজুড়েসদর

বক্তাবলী ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিলেন সদর ইউএনও

লাইভ নারায়ণগঞ্জ: সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামকে বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০১ ও ১০২ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ-কে প্রশাসক নিয়োগ পূর্বক আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।

RSS
Follow by Email