রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েসদর

বকেয়া কর পরিশোধ করে ফুলের শুভেচ্ছা পেল ১৩নং ওয়ার্ডবাসী

লাইভ নারায়ণগঞ্জ: এনসিসির ১৩নং ওয়ার্ডে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ের প্রথম ধাপে আমলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেছেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। রবিবার (১১ ফেব্রুয়ারি) ৫ জন করদাতার কাছ থেকে বকেয়া ১,৯২,০০০/- টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করেন তিনি। যেখানে, ১৩নং ওয়ার্ডের ১১২ টি হোল্ডিং মালিকের কাছে ১,৮৭,৮১,৯৭৩/- টাকা বকেয়া।

বকেয়া কর পরিশোধ কারিদের মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে ফুল ও ধন্যবাদ পত্র তুলে দেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এসময় কাউন্সিলর খোরশেদ বলেন, নিয়মিত কর প্রদান করা সু-নাগরিকের দায়িত্ব। আমরা নিয়মিত ক্যাম্পেইন করছি বকেয়া কর আদায়ের জন্য। ১০০% কর আদায় না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। এ সময় কাউন্সিলর খোরশেদ আরো বলেন, একটি বাসযোগ্য নগর গড়তে আমরা সকলের সহযোগিতা চাই।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন এনসিসির সহকারী এসসোর আফজাল হোসেন, সহকারী কর আদায়কারী মোঃ আমিনুল ইসলাম ও ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু।

RSS
Follow by Email