শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
জেলাজুড়েবন্দর

ফেনী-লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে বন্দরের সরদার মসজিদের পঞ্চায়েত কমিটি ও যুব সমাজ

লাইভ নারায়ণগঞ্জ: ফেনীর রায়পুর, লক্ষ্মীপুরে পাঁচশত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরন করা হয়েছে। বন্দর নবীগঞ্জ কামাল উদ্দিন সরদার মোড়ের জালাল সরদার জামে মসজিদের পাঞ্চায়েত কমিটি, যুব সমাজ, ছাত্র-জনতা ও সর্বস্তরের জন সাধারণের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে গাড়ী যোগে ত্রান সামগ্রী নিয়ে যাওয়া হয়। বুধবার (২৮ আগস্ট) দিনভর পানির মাঝেও ঘরে ঘরে পৌছে দেয়া সামগ্রী। অসহায় বন্যার্তদের সাহায্যে সহযোগিতার জন্য ৫শ’ পরিবারের কাপড় ও খাবার নিয়ে ফেনীর রায়পুর এবং লক্ষ্মীপুরে তানজিল সরদারের নেতৃত্বে রহমান, সানি, আমিনুল, বাবু, হুমায়ন, হিমেল, শুভ, নাঈম,আনন্দ, রিফাত, বাপ্পি, সালে আহমেদ, জিসান, রাজু, রিয়াদ, হোসাইন, আসিফ, মাসুম, সোহান, রনি, আল আমিন, পনির, নবুয়ত, সুজন ব্যাপারী, সবুজ, মাহাবুব আলিফা, ইয়াসিন, সারিফ, রায়হান, বিনি
ওরুফ মাহিম, ইয়াসিন, রিায়াদ ২, ফয়সাল, নাফিস, তানভীর আহমেদ, জয়, নাকিব আহমেদ, খুশরান, ফয়সাল ২, সাজেন, তাইফ মিনতাজ, সিয়াম, সাডি, ইমন, আবিত, অলি মিলন , হৃদয়রা কাজ করে।

RSS
Follow by Email