রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

ফুটপাতের ৮০ ভাগ হকার বাইরের, কঠোর ভাবে দমন করতে হবে: সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের দুইপাশে ফুটপাতে অবৈধ হকারদের কঠোর হস্তে দমন করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য সেলিম ওসমান।

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার (২৭ নভেম্বর) রাতে ফতুল্লায় অবস্থিত সেলিম ওসমানের উইশডম কারখানায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এক কথা জানান।

সেলিম ওসমান বলেন, ‘নারায়নগঞ্জ শহরের ফুটপাতে বেয়াহির ভাগ হকার বাইরের জেলা থেকে আগত। এখানে ৮০ ভাগ বাইরের মানুষ। এদের কঠোর ভাবে দমন করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, এনসিসি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফজাল হোসেন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীসহ নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রতিনিধিবৃন্দ।

RSS
Follow by Email