সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
জেলাজুড়েসদরসোশ্যাল মিডিয়া

ফায়ার সার্ভিসের লিডার হলেন লিয়াকত হোসেন, জানালেন বিদায়

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার পদে পদোন্নতিপূর্বক লিয়াকত হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লিয়াকত হোসেন কে ফায়ার ফাইটার পদ থেকে লিডার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদোন্নতির ফলে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে।

এর আগে, লিয়াকত হোসেনকে আনুষ্ঠানিকভাবে পদোন্নতির ব্যাচ পড়িয়ে দেওয়া হয়। এছাড়া তাকে উপহার সামগ্রী দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহম্মদ, সিনিয়র স্টেশন অফিসার মো. হামিদুর রহমান, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম সহ স্টেশনের সকল কর্মচারীবৃন্দ।

RSS
Follow by Email