বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led04জেলাজুড়েফতুল্লা

ফতুল্লা ৫ যুবক আটক, ‘ডাকাতির প্রস্ততি’র অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা ৫ যুবককে আটক করেছে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা। তাদের দাবি ডাকাতির প্রস্ততিকালে মুখোশ,ধারালো অস্ত্র,রশিসহ তাদের আটক করা হয়েছে। আটককৃত সকলেই নাঈম গ্রুপের সদস্য বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ফতুল্লা দাপাইদ্রাকপুরস্থ এস,বি ফিলিং স্টেশনের পিছনে পদ্মা সেতু রেললাইনের ওভার পাস ব্রিজের ৮৯ নং পিলারের পূর্ব পার্শ্বের কাচা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ফতুল্লা পাগলা (মেলেটারির বাড়াীর ভারাটিয়া) শানু হাওলাদারের ছেলে জনি(২২),পাগলা পূর্ব পাড়ার মোজাফ্ফরের বাড়ীর ভাড়াটিয়া শাহ আলমের ছেলে মো. আল মামুন(২৭), পাগলা বৈরাগি বাড়ীর কুদ্দুস মিয়ার ছেলে মো. মিন্টু(২২), পাগলা মুসলিম পাড়ার মহর আলীর ছেলে মো. মোমেন(১৯) ও বৌ বাজারের মুখলেছের ছেলে মো. রাজিব(১৯)।

এ সময় আটককৃতদের নিকট থেকে তিনটি ছুরি,দুইটি চাপাতি, একটি সাদা মোটা রশি ও পাচঁটি কালো মুখোশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়,কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লা থানা সীমান্তের দাপাইদ্রাকপুরস্থ এস,বি ফিলিং স্টেশনের পিছনে পদ্মা সেতু রেললাইনের ওভার পাস ব্রিজের ৮৯ নং পিলারের পূর্ব পার্শ্বের কাচা রাস্তায় অভিযান চালায়। ডাকাতির প্রস্ততিকালে তিনটি ছুরি, দুইটি চাপাতি, একটি সাদা মোটা রশি ও পাচঁটি কালো মুখোশসহ জনি, মামুন,মিন্টু, মোমেন রাজিব নামের ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দলের অজ্ঞাতনামা আরও ৪-৫ সদস্য।

এ বিষয়ে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা বাদী হয়ে শুক্রবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email