শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led03রাজনীতি

ফতুল্লা যুবলীগ নেতা আজমত আলী র‌্যাবের হাতে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (৭ অক্টোবর) রাতে আজমতকে রাজধানী ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়। পরবর্তিতে দিবাগত রাত ৩ টায় তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অত্র থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আজমত আলী হলেন, ফতুল্লার কাঠেরপুল এলাকার মৃত কালু ড্রাইভারের ছেলে।

ওসি শরিফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, র‌্যাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আজমত আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রাথমিক ভাবে যানতে পেরেছি সে এই যুবলীগের ফতুল্লা থানা কমিটির নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ আজমতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ (মঙ্গলবার) তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email