শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
ফতুল্লা

ফতুল্লায় ২ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফতুল্লার পাগলায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৪৪) নামে ওই যুবককে আটক করা হয়। এঘটনায় শুক্রবার (১১ অক্টোবর) রাতে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়।

আটক মাসুদ রানা ঢাকার কোতোয়ালি থানার ২১/২, কোট হাউস স্ট্রীট রোডের মৃত দিল মোহাম্মদের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত সাতটার দিকে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইকবাল আহমেদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানার পাগলা বাজারে এ এস এম সুপার মার্কেটের মেসার্স শাহীন ষ্টোরের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানাকে আটক করে।

এব্যাপারে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অদিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email