বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ফতুল্লা

ফতুল্লায় হত্যা মামলার পালাতক আসামি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় খোকন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) রাতে ফতুল্লা থানার দাপাইদ্রাকপুরস্থ খোঁজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল ফতুল্লা মডেল থানার শিয়াচর লালখা এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, ২০১১ সালে ফতুল্লা থানায় দায়ের করা খোকন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল। গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে দাপা ইদ্রাকপুর খোঁজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

RSS
Follow by Email