শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led03জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় মামুন হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় আল-মামুন হত্যাকান্ডে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক হত্যা মামলার এজাহার নামীয় আসামী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফতুল্লা ইসদাইর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামীর নাম সাইফুল (২১)।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার (সিনি. সহকারী পরিচালক) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামীদের সাথে নিহত আল-মামুনের মাদক ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে আসামী সাইফুল ও তার অন্যান্য সহযোগীরা মিলে গত ৫ ডিসেম্বর ফতুল্লা ইসদাইর স্টেডিয়াম রোড এলাকার ইমন সাহেবের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ভিকটিম আল-মামুনকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র-সস্ত্র ছোরা, চাকু, সুইচ গিয়ার, লোহার রড ও লাঠি-শোটা দিয়ে আঘাত করে মারাত্মক জখম করলে ভিকটিমের ডাক চিৎকারে আশে পাশের লোক জন এলে আসামীরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল-মামুনকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পিতা মো. বাবুল মিয়া পরদিন ফতুল্লা মডেল থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আসামীকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email