মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Led02Led04ফতুল্লা

ফতুল্লায় পারিবারিক ঝগড়া, থামাতে গিয়ে নিহত ১

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় নিজের মামাতো বোন ও তার স্বামীর পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যাক্তি। এ ঘটনাটি ঘটেছে রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার রামারবাগ এলাকায়।

নিহত ব্যাক্তির নাম বিকাশ (৪৫)। সে সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের পুত্র। তিনি সপরিবারে রামারবাগ এলাকার সোলেয়মান আর্মির বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে একই বাড়িতে পাশাপাশি ভাড়া থাকা বিকাশের মামাতো বোন ও তার স্বামীর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। ঝগড়ার আওয়াজ শুনে দ্রুত বোনের রুমে ছুটে যান বিকাশ। সেখানে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝগড়া থামানোর একপর্যায়ে নিহত বিকাশ কোনোভাবে জানালার সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম। তিনি জানান, ঝগড়া থামাতে গিয়ে জানালার সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান বিকাশ। খানপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মামাতো বোন শিল্পি (৩৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ খানপুর হাসপাতালে রয়েছে। পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

নিহত বিকাশের মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

RSS
Follow by Email