শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led05জেলাজুড়েফতুল্লারাজনীতিস্বাস্থ্য

ফতুল্লায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে সেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) ফতুল্লা শিবু মার্কেট জাহিদুল ইসলাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রিদম ব্লাড সেন্টারের সার্বিক সহযোগিতায় উক্ত চিকিৎসা সেবা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রওজাতুসসালিহিন মাদ্রাসার শিক্ষক সাইফুল্লাহ কামাল, জাহিদুল টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল জাহিদুল ইসলাম,সেচ্ছাসেবক আল ইমরান,সাংবাদিক ইউসুফ আলী প্রধান, সাংবাদিক আতিকুর রহমান ইলিয়াস সহ আরো অনেকে।

এসময় উক্ত কলেজের প্রিন্সিপাল জাহিদুল ইসলাম বলেন মানবতার কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই যেখানে সামাজিক অবক্ষয় সেখানেই গড়ে তুলতে হবে মুক্তির দূর্গ। একটি কথা সবার মনে রাখা উচিত সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। আসুন মানবতার কল্যানে নিজেকে বিলিয়ে দেই।

RSS
Follow by Email