সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় র‌্যাবের হাতে পলাতক আসামী আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় মাদক মামলার এক পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (২০ নভেম্বর) ফতুল্লা মডেল থানার তল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যম্যে আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. জীবন (২৫)। ফতুল্লা মডেল থানার তল্লা সবুজ বাগ এলাকার তাহের মিয়ার বাড়ির ভাড়াটিয়া সে। পিতার নাম ফারুক, মাতার নাম নূর জাহান।

র‌্যাব-১১, সিপিসি-১ এর সিনিয়র সহকারী পরিচালক কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা আদালত নারায়ণগঞ্জ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) সারণীর ৯(ক) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছে। সেইসাথে ৬ মাসের সশ্রম কারাদন্ড, ২০০০ টাকা অর্থ দন্ড ও অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। পরবর্তীতে আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email