বুধবার, অক্টোবর ৯, ২০২৪
ফতুল্লা

ফতুল্লায় জ্বালানী তেলের দোকানে আগুন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি জ্বালানী তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ফাজিলপুর এলাকার বনানাী সিনেমা হলের অপর দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওযা যায়নি।

জানা গেছে, ফাজিলপুল এলাকার মোড়ে অবস্থিত একটি জ্বালানী তেলের দোকানে গ্যাসের চুলায় কাজ করার সময় আগুন ছড়িয়ে পরে। এসময় দোকানে বেশ কয়েকটি ডিজেল ও কেরোসিন তেলে ড্রাম রাখা ছিলো, সেগুলোতেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

এদিকে, ফায়র সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন মিয়া লাইভ নারায়ণগঞ্জকে জানান, অগ্নিকান্ডের বিষয়ে সকাল ১০টার দিকে আমাদের খবর দেয়া হয়। আমরা সেখানে গিয়ে সারে দশটার আগেই আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। এ ঘটনায় কেউ আহত হয়নি। গ্যাসের চুরায় কাজ করার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান তিনি।

RSS
Follow by Email