বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
ফতুল্লা

ফতুল্লায় কাগজের বাক্সে নবজাতকের লাশ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় কাগজের বাক্স থেকে একদিন বয়সি নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ অক্টোবর) রাতে ফতুল্লার শান্তিধারা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম জানান, শান্তিধারা এলাকায় অবস্থিত পিবিআই অফিসের বিপরীত দিকের সড়কের পাশে এক দিন বয়সের নবজাতক ছেলে শিশুর লাশ কাগজের বাক্সে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওসি আরও জানান, ময়নাতদন্তের পর শিশুর মৃত্যু নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email