রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪
জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় এক ব্যাক্তি আটক, ফেন্সিডিল উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক ব্যাক্তিকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি আটককৃত মাদক ব্যবসায়ী। বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা দিকে তাকে দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১শ’ ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত ব্যাক্তির নাম তোফাজ্জল হোসেন খান টুটুল (৫১)। সে ফতুল্লা দেওভোগ মাদ্রাসা রোডের শেষ মাথার শাহিন মিয়ার ভাড়াটিয়া মৃত আফতাব উদ্দিন খানের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান,উপ-পরিদর্শক রোকেয়া আক্তার, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানারদেওভোগ মাদ্রাসার শেষ মাথার শাহিন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া আসামী মো. তোফাজ্জল হোসেন খান টুটুলের ঘরে অভিযান চালিয়ে ১ শত ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় তোফাজ্জল হোসেন খান টুটুল কে।

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email