শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
ফতুল্লা

ফতুল্লায় অপহরনের অভিযোগে যুবক গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় অপহরনের অভিযোগে নেজাম উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে পুলিশ ফতুল্লার পাগলা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে নেজাম উদ্দিনকে গ্রেফতার করেন।

এদিন কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নেজাম উদ্দিনের বিরুদ্ধে অপহনের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত নেজাম উদ্দিন (২৬) ফেনী জেলার ফুলগাজী থানার নুরপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে। সে ফতুল্লার নয়ামাটি মুসলিমপাড়া এলাকায় মিজানের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন। কিশোরীর স্থানীয় বাড়ি পাগলা দেলপাড়া এলাকায় এবং এক স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী।

RSS
Follow by Email