বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

প্লাটফরম ক্রিকেট লীগ: মহসিন জুনিয়রকে হারালো নীট রেডিক্স

লাইভ নারায়ণগঞ্জ: দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগে ৭ উইকেটের ব্যবধানে খানপুর মহসিন জুনিয়রকে হারিয়েছে নীট রেডিক্স ক্রিকেট একাডেমী। বুধবার (১৫ মে) শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে খানপুর মহসিন জুনিয়র অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভাল লক্ষ্য দিতে পারেনি নীট রেডিক্সকে। টেলএন্ডাররা দলকে সম্মানজনক অবস্থায় নিয়ে যান। আরমান ২ ছয় ও ৪ চারে ৫০ এ ফিরেন। রিফাত ২ ছয় ও ২ চারে ৩২ রানে ফিরেন। হাসান বিজয় করেন ২৯ রান। মুকিত আউট হন ২২ রানে। মাসুদ ১২ রানে ফিরেন। মাহিন ২০ রান করেন। নীট রেডিক্সের তুষার ৩ টি ,তামিম ২টি করে উইকেট পান। ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঠান্ডা মাথায় খেলে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নীট রেডিক্স। ওপেনার নীল ৮ চারে ৫৪ রানে ফিরলেও আয়াদ অপরাজিত থাকেন ১০ চারে ৬৪ রানে। শাওন ৬ চারে ৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

খেলোয়ারদের স্কোর:

খানপুর মহসিন জুনিয়র: ১৮১/৮(৪০ ওভার) আরমান-৫০,রিফাত-৩২,বিজয়-২৯,মাহিন-২০,মুকিত-২২। অতিরিক্ত-৭। তুষার-৩/২৫,তামিম-২/৪২।

নীট রেডিক্স ক্রিকেট একাডেমী: ১৮৩/৩(৩২.৫ ওভার) আয়াদ-৬৪,নীল-৫৪,শাওন-৪৩। অতিরিক্ত-১৭। নেহাল-১/২১,রিয়াদ-১/২৮।

RSS
Follow by Email