শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led03রাজনীতি

প্রত্যাশা ছিলো এই সরকার জিয়া পরিবারকে মুক্ত করবে: সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমাদের তারেক রহমানের নামেও অনেক মামলা দেওয়া হয়েছে। তার এই মিথ্যা বানোয়াট মামলার প্রত্যাহার করতে হবে। ৩ মাস হলো এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের কাছে দেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা ছিলো যে তারা দেশ নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করবে। গত ১৬ বছরে বাংলাদেশের সবথেকে নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার। ওই হাসিনার সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য এমন কোন কাজ নেই যা তারা করে নি।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর আমলাপাড়ায় নবাব সলিমুল্লাহ সড়কে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আয়োজিত এ কর্মসূচিতে এক বক্তব্য এ কথা বলেন এড. সাখাওয়াত। সভা শেষে একটি মিছিল বঙ্গবন্ধু সড়ক হয়ে নগর ভবনের সামনে শেষ হয়।

সভা ও মিছিলে আরও উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোঃ রেজা রিপন, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহেদ আহমেদ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিক দলের সভাপতি এস.এম আসলাম, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহিমা শরীফ মায়া, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ছাত্রদলের সাবেক সাধারন রাইজুল ইসলাম,বন্দর থানা বিএনপির সভাপতি শাহীন শাহ আহমেদ, ছাত্রদলের নূর মোহাম্মদসহ আরও অনেকে।

এসময় এড. সাখাওয়াত আরও বলেন, আমাদের প্রত্যাশা ছিলো এই সরকার জিয়া পরিবারকে মুক্ত করবেন, কিন্তু যানি না কেন গড়িমসি করা হচ্ছে। আমাদের সকল নেতাকর্মী ও দেশবাসীর আহ্বান, এ সকল মিথ্যা মামরা সরকার অবিলম্বে প্রত্যাহার করে নিবেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের বিরুদ্ধে ৫০-১০০ টা করে মামলা। সকল মিথ্যা মামলা সরকার প্রত্যাহার করবে। জেলা প্রশাসনের কাছে আহ্বান গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, অয়ন ওসমান আজমেরী ওসমান, আইভীসহ সকল সন্ত্রাসী ও খুনিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন।

RSS
Follow by Email