বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে যুবদলের বস্ত্র বিতরণ ও সভা

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুরস্থ হাজেরা মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।এসময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ। সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক নূর-এ-ইয়াসিন নোবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা সাবেক সহ-সভাপতি হারুন রশিদ মিঠু। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্তর তত্তাবধানে অনুষ্ঠিত সভার আয়োজনে ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবু হামজা মোহাম্মদ সাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সোহেল আরমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাদীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক শরিফ মিয়া, সাদীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাসিন, সাধারণ সম্পাদক আ. রহিম, সাদীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সোহান, সনমান্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. নয়ন সরকার প্রমুখ।

পরে, প্রধান অতিথি শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন এবং নয়াপুর হাজেরা মার্কেটে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অফিস কার্যালয় উদ্বোধন করেন।

RSS
Follow by Email