পুলিশ পদক হারালেন না.গঞ্জের তিন সাবেক পুলিশ সুপার
লাইভ নারায়ণগঞ্জ: ৫ আগস্টের পর সরকার পতনের জেরে কর্মস্থল থেকে পলাতক ও বরখাস্ত হওয়া ৪০ জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলার তিন সাবেক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, মোহাম্মদ জায়েদুল আলম এবং গোলাম মোস্তফা রাসেল।
দেশের পুলিশ সদস্যদের অসীম বীরত্ব, সাহসিকতা এবং জনসেবার স্বীকৃতিস্বরূপ যে দুটি প্রধান পদক (বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম) দেওয়া হয়, সেগুলোই তাঁদের কাছ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের পদক প্রত্যাহার করায় তাঁদের আর্থিক সুবিধা বন্ধ করা হয়েছে এবং ইতোপূর্বে পদকের সঙ্গে পাওয়া সকল অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আলোচিত মোহাম্মদ হারুন অর রশীদ নারায়ণগঞ্জ জেলার সাবেক এই পুলিশ সুপার বর্তমানে পলাতক। তাঁর ২০১২ সালের পিপিএম-সেবা, ২০১৫ সালের বিপিএম-সেবা, ২০১৬ সালের বিপিএম-সেবা এবং ২০১৮ সালে অর্জিত পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে। মোহাম্মদ জায়েদুল আলম_তিনিও নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার। বর্তমানে পলাতক এবং ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) হয়েছেন। তাঁর ২০১৪ সালের পিপিএম-সেবা, ২০২৩ সালের বিপিএম-সেবা এবং ২০১৮ সালে অর্জিত পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে। গোলাম মোস্তফা রাসেল_নারায়ণগঞ্জের সাবেক এই পুলিশ সুপার বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত এবং পলাতক। তাঁর ২০২৩ সালের বিপিএম-সেবা, ২০১৭ সালের পিপিএম-সেবা এবং ২০১১ সালের পিপিএম-সেবা পদক প্রত্যাহার করা হয়েছে।