বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led04আড়াইহাজার

পুলিশের মামলায় বিএনপির আজাদসহ আসামী ৩১জন

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। তিনি জানান, মামলায় ৩১ জনকে নামীয় ও অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে।

এর আগে রোববার (৩০ অক্টোবর) বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল বের হলে তাতে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির সংঘর্ষ হয়। এতে পুলিশ গুলি ছুড়ে ও বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ করেন আজাদ।

RSS
Follow by Email