বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
রাজনীতি

পুলিশের ওপর হামলা:বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আরশাদ গাজী ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) হাবিবুর রহমান জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়ে। চিটাগংরোডে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে প্রেরণ করা হবে।

RSS
Follow by Email