পুলিশের অভিযানে ৩১টি হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে ফেরত
লাইভ নারায়ণগঞ্জ: ৩১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশের আইসিটি শাখা। বুধবার (২ জুলাই) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, মোবাইল হারানোর জিডির তদন্ত কার্যক্রমের মাধ্যমে এই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মোবাইলগুলো ফেরত পেয়ে মালিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইসিটি শাখার কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।