মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
Led03আড়াইহাজারজেলাজুড়ে

পানিতে ডুবে শিশুর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুর নাম ইয়াসিন (৯)। শিশুটি একটি মাদরাসায় পড়াশোনা করতো। ইয়াসিন উপজেলার গোপালদী পৌরসভার বেলাকান্দী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

এর আগে সকালে বাড়ির কাছেই মাদরাসায় যাওয়ার পথে বাড়ির পাশে বিশাল গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ডুবে যায় ইয়াসিন। পরে দুপুরে মাদরাসায় খোঁজ নিয়ে জানা যায় সে সেখানে যায়নি। পরে তাকে খোঁজ করে বিকেলে পাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক সুমন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

RSS
Follow by Email