সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Led03জেলাজুড়েসদর

পরিত্যাক্ত গুদামঘরের পাশে যুবকের লাশ, পরিবারের দাবি ‘হত্যা’

লাইভ নারায়ণগঞ্জ: পরিত্যাক্ত গুদামঘরের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার আল-আমিননগর পালবাবুর পরিত্যাক্ত গুদামঘরের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকেরর নাম মোজাম্মেল (২৫)। সে সদর থানার আলিরটেক ডিক্রীর চর এলাকার নাসির উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মোজাম্মেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে পরে আর বাসায় আসে নি। পরদিন জানতে পারি, তাকে খুন করা হয়েছে।

সদর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহদাত হোসেন জানান, দুপুর সোয়া ১টায় পুলিশ যুবকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

RSS
Follow by Email