শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Led04ফতুল্লা

পরিকল্পনা না মানলেই কঠোরতা: ফতুল্লায় রাজউকের হস্তক্ষেপে আট ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার ভূইগড় এলাকায় রাজউকের অভিযানে নকশা বহির্ভূত আটটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়েছে। অভিযানে একজন ভবন মালিককে এক মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। সেইসঙ্গে বেশ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার। অভিযানে ভূইগড়ের শান্তিধারা, গিরিধারা ও বৌ-বাজার এলাকায় অভিযান চালানো হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নকশা বহির্ভূত কোনো নির্মাণই সহ্য করা হবে না। রাজউকের লক্ষ্য একটি সুগঠিত, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তোলা। এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ইমাম হোসেন নামে এক ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তার ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের ৮/৩ জোনের অথরাইজড অফিসার এফ.আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. সাদাত মো. সায়েম, প্রধান ইমারত পরিদর্শক রাসেল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজউকের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও নিয়মবহির্ভূত ভবন নির্মাণ রোধে এমন অভিযান চলবে।

RSS
Follow by Email