নির্বাচনে জয়ের পর ভোটারদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বদু প্যানেল
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে বিজয়ী হওয়ার পর গণসংযোগ করেন বদু প্যানেলের প্রার্থীরা। এসময় বদুসহ নবনির্বাচিতদের ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হোসিয়ারি মালিকরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নয়ামাটি হোসিয়ারি পল্লীতে এ গনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এর আগে ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১১৩ জনের ভোটের লড়াইয়ে ১৮ জন পরিচালক পদে ১৫ জন নির্বাচিত হন বদু প্যানেল। বাকি পরিচালক পদে নির্বাচিত হয় তিনজন স্বতন্ত্র প্রার্থী।
বদু প্যানেলের নির্বাচিতরা হলেন, সাধারণ গ্রুপের বদিউজ্জামান বদু, মোঃ আব্দুল হাই, মিজানুর রহমান, মোঃ পারভেজ মল্লিক, আবদুস সবুর খান, মনির হোসেন, হাজী মোঃ শাহিন হোসেন, আতাউর রহমান, দুল্লাল মল্লিক, মোঃ মাসুদুর রহমান ও বৈদ্যনাথ পোদ্দার। এসোসিয়েট গ্রুপে সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মোঃ নাছির শেখ, ও নাছিম আহম্মেদ।
এ বিষয়ে নয়ামাটি হোসিয়ারি মালিক সালাউদ্দিন জানান, বিগত বছরে বদিউজ্জামান বদু বিজয়ী হওয়ার পরদিনই সকালে হোসিয়ারি মালিকদের সাথে সাক্ষাত করতে চলে আসছেন। গতকালও তিনি জয়ের পাচঁ ঘন্টা মধ্যে তার নির্বাচিত প্যানেল নিয়ে আমাদের মাঝে চলে আসছে। আমরা এমন নেতাই চেয়ে ছিলাম, যারা নির্বাচিত হবেন হোসিয়ারি মালিকদের পাশে থাকেন।
এদিকে নয়ামটি ২নং গিরিধারী মার্কেটের আব্দুর রহমান জানান, বদিউজ্জামান বদু প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ভোটারদের রায়ের। বদু সকালেই তার বিজয়ীদের নিয়ে হোসিয়ারি পল্লীতে চলে আসবেন এমন আশা ছিলো। কিন্তু আসলেই তিনি হোসিয়ারি মালিকদের মনে কথা জানেন বুঝেন। সকালে নির্বাচিত ও পরাজিতদের নিয়ে বদু সাক্ষাত করতে আশায় আমরা অনেক খুশি হয়েছি। তাদের সকলকে হোসিয়ারি মালিকরা ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
নবনির্বাচিত বদিউজ্জামান বদু বলেছেন, হোসিয়ারি মালিকরা আমাদের প্যানেলকে সম্মানিত করেছে। তারা আমাদের উপর আস্থা রেখে ভোট দিয়েছেন। তাদের সাথে যে ওয়াদা করেছি, সেটা বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত। আমি যতবারই ভোটে জয়ী হয়েছি, ততবারই নির্বাচনের ফলাফল নিয়ে হোসিয়ারি মালিকদের সাথে সাক্ষাত করতে নয়ামাটি দেওভোগ মার্কেট এসেছি। আজকেও নির্বাচিত ও অনির্বাচিত নিয়ে হোসিয়ারিতে ভোটারদের কাছে শুকরিয়া আদায় করতে এসেছি