সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Led03রাজনীতিসদর

নির্বাচনের পাশাপাশি অগ্নিসন্ত্রাস মোকাবেলা করতে হবে: এড. খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় পুরান কোর্ট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার ব্যাক্তিগত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।

পরে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দুইনং রেল গেট এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় এড. খোকন সাহার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচএম শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, মহানগর মস্যজীবী লীগের সভাপতি নুর হোসেন।

আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম পারভেজ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম আহাম্মেদ হেনা, জসিমউদ্দিন, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিস আহাম্মেদ, যুবলীগ নেতা খান মাসুদ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান কমল, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল করিম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকন, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিজাম আহাম্মেদ, জেলা কৃষকলীগের সভাপতি এস এম ওয়াজেদ আলী খোকন, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার সবুজ, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব কামাল হোসেন, গোগনগর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান নুর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এড. খোকন সাহা বলেন, ‘নির্বাচনের পাশাপাশি বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস মোকাবেলা করতে হবে। ওরা বাংলাদেশে স্বাভাবীক নির্বাচন হতে দিতে চায় না। নির্বাচন আসলেই ওরা সেটিকে বয়কট ঘোষণা দেয় এবং সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করে। ওরা ট্রেনে আগুন দিয়ে পাঁচজন নিরিহ মানুষকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মহানগর এলাকায় দুইজন প্রার্থী। নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা প্রতিকে নির্বাচন করছেন আমাদের নেতা শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করছেন সেলিম ওসমান। পোশাক খাতে ব্যাপক ভুমিকা রাখায় নেত্রী এই আসনে নৌকা দেন নাই। আপনারা এই দুইটি আসনে কাজ করবেন। তাদের পক্ষে আপনারা ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন, আর নির্বাচনের দিন বিপুল পরিমান ভোটার উপস্থিতি ঘটাবেন।’

‘বিএনপি সারা বিশ্বকে বলছে, তারা নির্বাচনে না থাকলে জনগন ভোট দিতে আসবে না। তাদের এই কথা আমাদের মিথ্যে প্রমান করে, ৬০-৭০ পার্সেন্ট ভোট কাস্ট করাতে হবে। জনগন যাতে নির্ভয়ে-নিশ্চিন্তে তাদের ভোটটা প্রয়োগ করতে পারে, আপনারা সেই পরিবেশ তৈরি করবেন।’

RSS
Follow by Email