বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
Led03রাজনীতি

না ফেরার দেশে চলে গেলেন সাবেক এমপি খোকার ভাই মন্টু

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বড় ভাই মোহাম্মদ আলী মন্টু (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইজে রাউজিউন। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মোহাম্মদ আলী মন্টু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পৃথক এক শোকবার্তায় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু মোহাম্মদ আলী মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মরহুম মোহাম্মদ আলী মন্টু স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২০ অক্টোবর) বাদ জোহর নারায়ণগঞ্জের আমলাপাড়া বড় মসজিদে নামাজের জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

RSS
Follow by Email