বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
সদরসাহিত্য

না.গঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদের সভাপতি অমিতাভ, সম্পাদক জুয়েল

লাইভ নারায়ণগঞ্জ: অমিতাভ চক্রবর্তীকে সভাপতি ও শরীফুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদের নতুন কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে শহরের কালিরবাজার এলাকায় সকিনা মঞ্জিলে সংগঠনের সভায় ওই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি এ্যাড মৃণাল কান্তি দত্ত বাপ্পি, মুকিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, কোষাধ্যক্ষ নাজিম রেজা, সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ খোকন, সদস্য রহমতউল্লাহ ফারুক, অংকন রানা।

নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদের সাধারণ সভার সভাপতিত্ব করেন রহমতউল্লাহ ফারুক। সভায় ২০২৩-২০২৫ (দুই বছর) বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

RSS
Follow by Email