বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05Uncategorizedরাজনীতি

না.গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রানা গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: পুলিশের কাজে বাধা ও গাড়িতে অগ্নিসংযোগ করার মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানাকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সুত্রাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো: ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১০’র সদস্যরা রাজধানীর সূত্রাপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের করা ফতুল্লা থানার মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শাখাওয়াত ইসলাম রানাকে গ্রেফতার করা হয়।

ফরিদ উদ্দিন আরো জানান, গ্রেফতারকৃত আসামি বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত রানা ইতোপূর্বে বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমে সরাসরি জড়িত ছিলেন বলে স্বীকার করেন।

RSS
Follow by Email