বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
Led02ধর্ম

না.গঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত, প্রথমটি সকাল ৭টায়

লাইভ নারায়ণগঞ্জ: প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ইদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজের ২টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর মাস্টার ট্রেইনার মো. কবির আহাম্মেদ লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. কবির বলেন, দুইটি জামাতের জন্য তিনজন ইমাম থাকবেন। নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হাসানুজ্জামান। দ্বিতীয় জামাতের ইমামতি করবেন নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান মিয়া এবং ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর মাস্টার ট্রেইনার মো. কবির আহাম্মেদ।

RSS
Follow by Email