সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Led04জেলাজুড়েসদর

না.গঞ্জ কলেজে ছাত্র রাজনীতি নিয়ে গুজব, যা বলছেন অধ্যক্ষ

লাইভ নারায়ণগঞ্জ: আজ থেকে নারায়ণগঞ্জ কলেজে ছাত্র রাজনীতি চালু করা হয়েছে জানিয়ে একটি পোষ্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। তবে এই তথ্য গুজব বলে জানিয়েছেন অত্র কলেজের অধ্যক্ষ ড.রুমন রেজা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে নিজেস্ব ফেসবুক একাউন্ট থেকে প্রকাশিত এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

সেই স্ট্যাটাসে ড.রুমন রেজা যা বলেছেন সেটা পাঠকের সুবিধার্থে হুবাহু উল্লেখ করা হলো,

‘নারায়ণগঞ্জ কলেজে ছাত্র রাজনীতি চালুর সিদ্ধান্তের তথ্য সঠিক নয়। এরকম কোন সিদ্ধান্ত হয়নি। বরং আজ শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ,কলেজ যেরকম সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে, সেরকমভাবেই চলবে। কোন ব্যত্যয় ঘটবে না। তাই এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’

 

RSS
Follow by Email