বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
Led05ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

না.গঞ্জে ৬ষ্ঠ জেলা কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের সহযোগিতায় ৬ষ্ঠ জেলা কারাতে প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু। জেলা ক্রীড়া সংস্থার কারাতে উপকমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীন,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরী সদস্য মোঃ আসলাম,ফিরোজ মাহমুদ সামা,মাহবুবুল হক উজ্জল,মাহবুব হোসেন বিজন,কারাতে সংগঠক মোঃ হাফিজ,মাহফুজুর রহমান বিল্লাল ও তারেক জেড প্রমুখ। খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন পিপলস ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ষ্ট্রাষ্টি মুহাম্মদ নাজমুল হাসান।

RSS
Follow by Email