মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লা

না.গঞ্জে ৫৮ জনের হাতে ভূমি অধিগ্রহণের চেক তুলে দিলেন ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: জেলার ৩ উপজেলার কয়েকটি প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৫৮ জন ভূমি মালিকদের ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকার চেক দেওয়া হয়েছে।

সোমবার (১২ আগস্ট) জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুর আলম প্রমুখ।

 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন এলএ কেসে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে মোট ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকার ক্ষতিপূরণের ৫৮টি চেক বিতরণ করা হয়। যার মধ্যে সদরের ২টি, বন্দরের ৯টি, আড়াইহাজারের ৮ টি ও রূপগঞ্জের ৩৯ টি চেক রয়েছে।

 

চেক বিতরণের সময় জেলা প্রশাসক মাহমুদুল হক ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের বলেন, চেক পাওয়ার ব্যাপারে যদি কেউ আপনাদের হয়রানি করে কিংবা অর্থ দাবি করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।

RSS
Follow by Email