শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
জেলাজুড়ে

না.গঞ্জে ৫৩তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫৩তম সমবায় দিবস উদযাপিত হয়েছে। শরিবার (২ নভেম্বর) সকালে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় সমবায়ীদের নিয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় কর্মকর্তা মো. ইমরান হাবিবের সার্বিক ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাকিব আল হাবিবের সভাপতিত্বে ও উপ সহকারী নিবন্ধক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাবীব, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, মুন্সীগঞ্জের বিআরডিবির ডিডি মোহাম্মদ ফেরদৌসুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, মোঃ মনির হোসেন, আনোয়ার হোসেন সজীব ও সাজেদা খাতুন মিতাসহ জেলার বিভিন্ন স্তরের সমবায়ীবৃন্দ।

RSS
Follow by Email