বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led05সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জে রোপন করা হবে ৩ লাখ বৃক্ষ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রায় ৩ লাখ বৃক্ষ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ বিভাগের এই কর্মসূচিতে বৃক্ষ গুলো স্থান পাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ লিংক রোডে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানাড়পাড়ে শনিবার দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান।

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এমন স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।

উদ্বোধনকালে সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, পরিবেশের বিপর্যয়ের ঠেকানো ও ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় ০৩ লাখ বৃক্ষ রোপণের আয়োজন করা হয়েছে। সেই সাথে রোপণকৃত এসব গাছপালা রক্ষণাবেক্ষণে স্থানীয়দের নানাভাবে উদ্বুদ্ধও করা হচ্ছে।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সওজের নারায়ণগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস ও উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

RSS
Follow by Email