শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led02জেলাজুড়েসদর

না.গঞ্জে ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

লাইভ নারায়ণগঞ্জ: একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা সৈনিকদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রশাসনসহ সর্বস্তরের জনতা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ ভিড় করেন।

রাত ১২ টা বেজে ১ মিনিটে শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা। এরপরই, জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। খালি পায়ে একে একে বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। বিভিন্ন অধিদপ্তর, স্কুল- কলেজ, সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মারণ করেন।

RSS
Follow by Email