বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
আড়াইহাজার

না.গঞ্জে পুলিশ কর্মকর্তার মেয়েকে অপহরণের অভিযোগে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এক সহকারী উপ পরিদর্শকের (এএসআই) স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাতে অপহৃতার মা নারী ও শিশু নির্যাতন দমন আইনের তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এ মামলায় আসামিরা হলেন- অন্তর (২৩), অন্তরের বাবা মফিজুল (৫০) ও অন্তরের মা।

মামলায় এজাহারে অপহৃতার মা উল্লেখ করেছেন, বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি কাজের জন্য জেলা শহরে যান। সন্ধ্যা ৬টার দিকে কোয়াটারে গিয়ে তার মেয়েকে পাননি। পরে তিনি স্কুলে যোগাযোগ করে জানতে পারেন বিকেল সাড়ে ৩টায় স্কুলের সামনে থেকে অন্তরসহ অজ্ঞাতপরিচয় ৫/৬ জন মিলে তার মেয়েকে মাইক্রোবাসে অপহৃরণ করে নিয়ে গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা নেওয়া হয়েছে। অপহৃতাকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RSS
Follow by Email