বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led01অর্থনীতিজেলাজুড়েসদর

না.গঞ্জে পাইকারী ও খুচরা বাজারে ২৯ পণ্যের সরকারী মূল্য মানছে না কেউ

লাইভ নারায়ণগঞ্জ: ২৯ টি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। গত ১৫ মার্চ কৃষি বিপণন অধিদপ্তরের মহা-পরিচালক মো. মাসুদ করিমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মূল্য নির্ধারণ করা হয়। কিন্তু ওই ২৯ টি পণ্যের মূল্য নির্ধারণের পর বাজারে এর বিন্দু মাত্র প্রভাব পড়েনি। বরং বাজারের বিক্রেতারা এ ব্যাপারে কিছুই জানেনা বলে দাবি করছেন। শনিবার (১৬ মার্চ) দুপুরে নগরীর দ্বিগুবাবুর বাজার, কালিবাজার ও নিতাইগঞ্জ বাজার ঘুরে এ তথ্য জানা যায়।

সরকার আলু, টমেটো, বেগুন, সিম, কাঁচামরিচ, ফুলকপিসহ বিভিন্ন সবজির নতুন মূল্য নির্ধারণ করেছে। কিন্তু কাঁচা-বাজারে এ নতুন মূল্যে কোন ব্যবসায়ী সবজি বিক্রি করছেন না। সরেজমিনে কাঁচা-বাজারে ঘুরে জানা যায়, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের সাথে বর্তমান বাজারের পার্থক্য ১০-৩০ টাকা। কাঁচামরিচ কেজি প্রতি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ৬০.২০ টাকা ও বর্তমান বাজার মূল্য ৬০-৭০ টাকা। আলু কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ২৮.৫৫ টাকা, যার বর্তমান বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ৪০.২০ টাকা যা বর্তমান বাজারে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ কেজি প্রতি প্রতি নতুন মূল্য ৬৫.৪০ টাকা, যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, দেশি রসুন কেজি প্রতি প্রতি নতুন মূল্য ১২০.৮১ টাকা, যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আদা কেজি প্রতি প্রতি নতুন মূল্য ১৮০.২০ টাকা, যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। শুকনো মরিচ কেজি প্রতি প্রতি নতুন মূল্য ৩২৭.৩৪, যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। বাঁধাকপি কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ২৮.৩০ টাকা ও বর্তমান বাজার মূল্য ৪০ টাকা। ফুলকপি কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ২৯.৬০ টাকা ও বর্তমান বাজার মূল্য ৫০ টাকা। বেগুন কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ৪৯.৭৫ টাকা ও বর্তমান বাজার মূল্য ৬০ টাকা। সিম কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ৪৮ টাকা ও তার বর্তমান বাজার মূল্য ৬০ টাকা। মিষ্টি কুমড়া কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ২৩.৩৮ টাকা, যা বর্তমান বাজারে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ছোলাসহ বিভিন্ন ডালের নতুন ‍মূল্য গ্রহণ করেনি বিক্রেতারা। সরেজমিনে ঘুরে জানা যায়, সরকার নির্ধারিত ডালের যৌক্তিক মূল্যের সাথে বর্তমান বাজারের পার্থক্য ৫-৪০ টাকা। মুগ ডালের নতুন নির্ধারিত খুচরা মূল্য ১৬৫.৫৭ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। মাসকলাইয়ের নতুন মূল্য ১৬৬.৪১ টাকা, যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৭০ টাকা। ছোলার নতুন মূল্য ৯৮.৩০ টাকা ও তার বর্তমান বাজার মূল্য ১০৫ টাকা। মসুরডাল(উন্নত) নতুন নির্ধারিত মূল্য ১৩০.৫০ টাকা, যার বর্তমান বাজার মূল্য ১৩৫ টাকা। মসুরডাল(মোটা) খুচরা মূল্য ১০৫.৫০ টাকা ও তার বর্তমান বাজার মূল্য ১১০ টাকা। খেসারিডাল নতুন নির্ধারিত মূল্য ৯২.৬১ টাকা ও বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

মাংস-মুরগীর বাজার ঘুরে জানা যায়, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের সাথে বর্তমান বাজারের পার্থক্য ২০-৫০ টাকা। গরুর মাংস কেজি প্রতি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ৬৬৪.৩৯ টাকা, যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। ছাগলের মাংস কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ১০০৩.৫৬ টাকা, যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। বয়লার মুরগি কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ১৭৫.৩০ টাকা, যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। সোনালি মুরগি কেজি প্রতি নির্ধারিত খুচরা মূল্য ২৬২ টাকা, যা বর্তমান বাজারে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম (পিস) নতুন নির্ধারিত মূল্য ১০.৪৯ টাকা ও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১১-১২ টাকায়।

সরেজমিনে মাছের বাজার ঘুরে জানা যায়, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের সাথে বর্তমান বাজারের পার্থক্য ২০-৫০ টাকা। পাঙ্গাস কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ১৮০.৮৭ টাকা, যা বর্তমান বাজারে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। কাতল (চাষের মাছ) কেজি প্রতি নতুন নির্ধারিত খুচরা মূল্য ৩৫৩.৫৯ টাকা ও বর্তমান বাজারে ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও, খেঁজুর (জাহিদি) সরকার নির্ধারিত মূল্য খুচরা ১৮৫.০৭ টাকা এবং বর্তমান মূল্য ১৯০-২০০ টাকা, মোটা চিড়া নতুন মূল্য ৬০ টাকা ও যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। সাগর কলা হালি নির্ধারিত নতুন মূল্য ২৯.৭৮ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। বেসন প্রতি কেজি নির্ধারিত নতুন মূল্য ১২১.৩০ টাকা, যা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

RSS
Follow by Email