শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
শিক্ষাসোনারগাঁ

না.গঞ্জে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারী ‘বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে’

লাইভ নারায়ণগঞ্জ: এইচ এস সি ও সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সোনারগাঁ উপজেলা শাখা। রবিবার (১০ নভেম্বর) সোনারগাঁ উপজেলা জি আর ইন্সটিটিউট মিলনায়তনে ওই সংবর্ধনার দেয়া হয়।

সোনারগাঁ উপজেলা শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্তের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসিবা হাসনাত সামিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমানসহ সোনারগাঁ উপজেলার নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত আরিফ বলেন, “আপনারা জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে বিশ্বজয় করার সুযোগ রয়েছে। আমাদের দেশকে গড়ে তুলতে হবে সেজন্য নিজেকে তৈরী করতে হবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত আরিফ আরও বলেন, “বাংলাদেশ এক ঐতিহাসিক মুহুর্ত পার করছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে আমরা দেখেছি স্কুল-কলেজের শিক্ষার্থীরা সর্বতভাবে যু্‌ক্ত ছিলেন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতনের পরে শিক্ষার্থীদের এখন দেশ গঠনের কাজেও যুক্ত হতে হয়েছে। সকল মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে হবে।”

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সাইদুর রহমান বলেন, ” ফ্যাসিবাদী শক্তি এবং খুনি হাসিনার পতনের লড়াইয়ে অগ্রভাগে ভুমিকা রেখেছে বর্তমান তরুণ সমাজ। এই তরুণদের বড় অংশ ছিলো স্কুল-কলেজ পড়ুয়া এবং এবারের পরিক্ষার্থীরা। তরুণদের এই সাহসী ও সক্রিয় ভুমিকা এবং নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের আকাঙ্খা অসংখ্য সম্ভাবনার দার উন্মোচন করে। ২৪ গণঅভ্যূত্থানের আকাঙ্খা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শিক্ষাঙ্গন ও রাষ্ট্র বিনির্মানে এই তরুণদেরই ভুমিকায় থাকতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ এবং সক্রিয় থাকার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে মোমেন হাসান প্রান্ত বলেন, “আপনারা জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন। আপনারা প্রাতিষ্ঠানিক জ্ঞান লাবের পাশাপাশি মানবিক জ্ঞান অর্জন ও ভালো মানুষ হয়ে গড়ে উঠবেন এ আশা রাখি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গিকার করেন এবং সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

RSS
Follow by Email