শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Led02সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জে চাকরি খুঁজতে এসে লাশ হলেন বেলাল, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মো. বেলাল হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া বড় মসজিদ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত বেলাল নীলফামারী জেলার ডিমলা থানার উত্তর খড়িবাড়ি এলাকার মৃত আবুল কাশেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, তিন দিন আগে চাকরীর উদ্দেশ্যে কদমতলীতে বড় বোন মিনারার ভাড়া বাসায় আসেন বেলাল হোসেন। সোমবার দুপুরে বোনের বাসার পাশে, অপর এক বহুতল ভবনের ছাদে বেলালকে ইন্টারনেট ক্যাবল পেচিয়ে ঝুঁলে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে জানান, নিহত বেলালের লাশ ময়নাতদন্তের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রির্পোট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ পর্যন্ত এনিয়ে থানায় কোন অভিযোগ আসে নি।

RSS
Follow by Email