বুধবার, আগস্ট ১৩, ২০২৫
Led02রাজনীতি

না.গঞ্জে চাঁদাবাজি অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

লাইভ নারায়ণগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক একাউন্টে, এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই দুই নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

RSS
Follow by Email