শনিবার, নভেম্বর ২, ২০২৪
সদর

না.গঞ্জে ইঞ্জিন মিস্ত্রির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, বন্ধু আটক

লাইভ নারায়ণগঞ্জ: শহরের শীতলক্ষ্যা এলাকার সুয়ারেজের ড্রেন থেকে সোহেল নামে ট্রাকের ইঞ্জিন মিস্ত্রির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টায় ওই এলাকা থেকে লাশটি উদ্ধারকরা হয়।

নিহত সোহেল জিমখানা এলাকার সাহেব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা জানান, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বন্ধু চন্দন নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

RSS
Follow by Email