বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Led02জেলাজুড়েশিক্ষা

না.গঞ্জের ৮৯ শিক্ষক-শিক্ষার্থী পেলো সাড়ে ৯ লাখ টাকা

লাইভ নারায়ণগঞ্জ: বিশেষ অনুদানের প্রায় ৯ লাখ ৬১ টাকা পাচ্ছেন নারায়ণগঞ্জের ৮৯ জন শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী এবং ১ টি স্কুল। মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হবে।

সোমবার বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়কে ১ লাখ, ৫ জন শিক্ষক-কর্মচারীকে ৩০ হাজার, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৫৮ জন শিক্ষার্থীকে ৮ হাজার, একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ১৩ জনকে ৯ হাজার, স্নাতক ও তদ্ধুর্ধ পর্যায়ের ১৩ জনকে ১০ হাজার করে টাকা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নগদ-এর মাধ্যমে এ টাকা পাঠানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

যেসব শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান বিশেষ অনুদানের টাকা পেয়েছেন তার তালিকা দৈনিক শিক্ষার পাঠকদের জন্য তুলে ধরা হল।

RSS
Follow by Email